মার্কিন সাম্রাজ্যের ধ্বংস চেয়েছিলেন বিন লাদেন

শেষ বছরগুলোতে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা ও বিশ্বব্যাপী তাদের গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংসের দিকে নজর দেওয়ার কথা বলেছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। গত বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকাশ করা নথি থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স ও বিবিসির।

নথিতে দেখা গেছে, ২০০৬ সালের পরের দিকে এসে নিজ অনুসারীদের মার্কিন সাম্রাজ্যকে লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন বিন লাদেন। এ সময় দলীয় কর্মীদের বেশ কয়েকটি চিঠিও দেন তিনি।

নথিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে না নেওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখতে চেয়েছিলেন বিন লাদেন।

২০১০ সালে ইয়েমেনে আল কায়েদার শাখা এ্যারাবিয়ান পেনিনসুলাকে দেশটির সরকারের সঙ্গে চুক্তি করার নির্দেশ দেন তিনি। তাতে দেশটির সরকারের সঙ্গে সন্ধির পাশাপাশি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা বলা হয়েছে।

নথিপত্রে দেখা গেছে, পাকিস্তানী তালেবান ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গেও সম্পর্ক ছিল আল কায়েদার।

প্রকাশ করা ১০৩ পৃষ্ঠার নথির সঙ্গে ভিডিও, অনুদিত চিঠি, চিরকুট ও অন্যান্য তথ্য সংযুক্ত করা হয়েছে। অনেক তথ্যই ইংরেজির পাশাপাশি আরবিতে উপস্থাপন করা হয়েছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার ঘটনায় আল কায়েদাকে দায়ী করা হয়। ওই ঘটনার জেরে আফগানিস্তানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের বুশ প্রশাসন।

বিন লাদেন ওই সময় আফগানিস্তানে ইসলামপন্থী তালেবান সরকারের আশ্রয়ে ছিলেন।

এরপর ২০১১ সালে পাকিস্তানের এ্যাবোটাবাদে একটি বাসায় বিন লাদেনকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে সিআইএ ও আইএসআই জড়িত ছিল।



মন্তব্য চালু নেই