মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: এমিরেটসের সিট বুকিং কমেছে ৩৫ শতাংশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষিদ্ধে নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের ব্যবসায় ধস শুরু হয়েছে। আমিরাতের এই বিমানসংস্থা বলছে, গত জানুয়ারিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের সিট বুকিং কমেছে।

সংযুক্ত আরব আমিরাতের এই বিমানসংস্থার প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ধকল এখনো কেটে উঠতে পারেননি তারা।

বার্লিনে আইটিবি ভ্রমণ মেলায় অংশ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক সাংবাদিকদের বলেন, প্রথম মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে রাতারাতি ৩৫ শতাংশ বুকিং কমে যায়। এটি তাৎক্ষণিক প্রভাব ছিল।

তিনি বলেন, চলতি সপ্তাহে জারি করা সংশোধিত নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এমিরেটস নেটওয়ার্কে বুকিংয়ে ইতিবাচক প্রভাব দেখা গেছে; তবে এখনো পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

তবে আগামী রমজানে বিমানে সিট বুকিং পরিস্থিতির উন্নতি হতে পারে বলে প্রত্যাশা করেছেন টিম ক্লার্ক।

সূত্র : রয়টার্স।



মন্তব্য চালু নেই