মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ৫০ ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকেও গুণতে হচ্ছে জরিমানা। নিজের বাড়ির সামনে জমে থাকা বরফ না সরানোয় তাকে এ জরিমানা করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের তুষারঝড় আঘাত করে। এতে রাস্তাঘাট ও ঘরবাড়িতে কয়েক ইঞ্চি পুরু বরফের স্তর পড়ে। সরকারি নির্দেশ মতো নিজ নিজ বাড়ির আঙ্গিনার বরফের স্তূপ বাড়িওয়ালাকেই সরাতে হবে। সে অনুযায়ী জন কেরির বোস্টনের বাড়ির বরফ সরানোর কথা ছিল।
কিন্তু বোস্টনে কেরির বাড়ি ‘বিকন হিল ম্যানশন’ থেকে বরফ সরাতে ব্যর্থ হয়েছেন। আইন অনুযায়ী বরফ সরাতে অপারগ হওয়ায় জন কেরিকে ৫০ ডলার জরিমানা করেছে বোস্টন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বোস্টন কর্তৃপক্ষ কেরির নামে জরিমানা দেওয়ার নোটিশ পাঠায়।
বরফ তুষারঝড় যুক্তরাষ্ট্রে আঘাত করে তখন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরবে ছিলেন জন কেরি।
কেরির মুখপাত্র গ্লেন জনসন বোস্টন কর্তৃপক্ষকে বলেছেন, শিগগিরই জরিমানার অর্থ পরিশোধ করবেন কেরি। বৃহস্পতিবার বিকন হিল ম্যানশন থেকে তুষার সরিয়ে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।
মন্তব্য চালু নেই