মার্কিন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া
সনি নির্মিত চলচ্চিত্রকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়া; নিষেধাজ্ঞার বিষয়টিকে বর্বর ও দমনমূলক নীতি বলেই মনে করছে উ. কোরীয় প্রশাসন।
দেশটির রাষ্ট্রচালিত মুখপত্র কেসিএনএ নিউজ এজেন্সি, সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের ভাষ্য উল্লেখ করেছে।
পররাষ্ট্রমন্ত্রীর মুখপত্র গণমাধ্যমে মার্কিন অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেন, ‘এমন মার্কিন উদ্যোগ পরিষ্কার বলে দিচ্ছে, উত্তর কোরিয়ার কণ্ঠরোধ করা, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভগ্ন করাই হচ্ছে তাদের পরিকল্পনা। ভিত্তিহীন এক অভিযোগের ওপর নির্ভর করে ভিত্তিহীন এমন ভিত্তিহীন আলোড়ন, নষ্ট বর্জ্য ঘেঁটে বিটকেল গন্ধ বের করবে স্রেফ। এটা ঘাঘু চটুল এক বিরুদ্ধবাদি সিদ্ধান্ত।’
মন্তব্য চালু নেই