মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া

এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ত্যাগের চেষ্টা করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ওই ব্যক্তির পরিচয় হিসেবে শুধু তার পদবী ‘কিম’ এতটুকুই জানানো হয়েছে। কিমসহ এই পর্যন্ত তিনজন মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের সাজা হয়েছিল। এছাড়া একটি হোটেলে সাইন জালিয়াতির অভিযোগে আরো একজনকে আটক করা হয়।

কোরীয় দ্বীপে বিরাজমান অস্থিতিশীল পরিবেশের মধ্যে নতুন করে এক মার্কিন নাগরিককে আটক করলো উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এতদিন ধরে তারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কৌশলগতভাবে ধৈয্য দেখিয়ে এসেছে। কিন্তু এখন থেকে তা আর হবে না।

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, যে ব্যক্তিকে উত্তর কোরিয়া আটক করেছে তিনি মার্কিন নাগরিক, বয়স ৫০ বছর। তিনি চীনের ইয়ানবিয়ান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। একটি ত্রান প্রোগামের অংশ হিসেবে তিনি এক মাসের জন্য উত্তর কোরিয়ায় অবস্থান করছিলেন।

তাকে পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ।



মন্তব্য চালু নেই