মার্কিন উপকূলে রুশ বিমানের অব্যাহত চক্কর

রাশিয়ার বিমানবাহিনীর কয়েকটি বিমান বিগত চার দিনে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় অন্তত চারবার চক্কর দিয়েছে।

এ সময় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বিমান। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা বিভাগের (নোরাড) এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানান। খবর সিএনএন’র।

সূত্র জানায়, এরমধ্যে সর্বশেষ যে দুটি বিমান যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চক্কর দিয়েছে, তা খুবই ইঙ্গিতপূর্ণ।

বুধবারে দুটি আইএল-৩৮ বিমান আলাস্কার উপকূলে দেখা যায়। এই বিমানগুলো সাধারণত সামুদ্রিক বিমান হামলার কাজে ব্যবহৃত হয়।

একদিন পরে বৃহস্পতিবার আরও দুটি ২-৯৫ বিমান একই এলাকায় চক্কর দেয়। এ ধরনের রুশ বিমান পারমাণবিক বোমা বহন করতে সক্ষম।

নোরাড জানায়, চক্কর দিলেও রুশ বিমানগুলো মার্কিন আকাশসীমা লংঘন করেনি। তবে সেগুলো যাতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করতে না পারে, সেজন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি বিমান ওই অঞ্চলে পাঠোনো হয়েছিল।

তাদের উপস্থিতি দেখে রুশ বিমানগুলো পিছু হটে বলে দাবি নোরাডের।

এ নিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত আছি। রুশ বিমানগুলো যেখানে এসেছিল, তা খুব অস্বাভাবিক কিছু নয়। এরপরও আমরা বাড়তি নজর রাখছি।’

এমন এক সময় এ ঘটনাগুলো ঘটছে, যখন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রাশিয়া ও চীনের উপকূলে বিভিন্ন সময় টহল দিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই আমাদের বিমানগুলো চলাচল করছে।



মন্তব্য চালু নেই