বিএনজিপি আয়োজিত মানববন্ধনে বক্তারা

মান্নাকে মুক্তি না দিলে দূর্বার গণআন্দোলন

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেছেন, টেলিফোনের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ ও প্রচার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া কিছু গণমাধ্যমকে ব্যবহার করে মান্নার গ্রেফতার প্রক্রিয়ার তৈরি করা হয়েছিল।

বক্তারা বলেন, সিটি নির্বাচনে মান্নাকে দূরে রাখতেই সরকার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে অযথা হয়রানি করছে। অবিলম্বে আত্মঘাতির এ পথ পরিহার না করলে সচেতন জনতা দূর্বার গণআন্দোলন গড়ে তুলবে।

বুধবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি-বিএনজিপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনজিপির প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনবিচ্ছিন্ন। গায়ের জোরে ক্ষমতায় আঁকড়ে আছে । পুলিশি রাষ্ট্রে পরিনত করা হয়েছে দেশকে।

বক্তারা আরো বলেন, মান্নার পায়ে ও ঘাড়ে ব্যাথা, দাঁড়াতে বা বসতে ভীষণ কষ্ট হচ্ছে। শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে তার। বুকে আগের পেইনও আছে এখনও। ফিজিওথেরাপি বন্ধ থাকায় শারিরীক কষ্ট আরও বেড়েছে।

বক্তারা অবলিম্বে মান্নার পূর্ণ চিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবি করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এস এম আকরাম,শহীদুল্লাহ কায়সার,মো: সাইফুল ইসলাম,নাজমুল হাসান,আরাফাত মাহমুদ, সৈয়দ হারুনুর রশীদ প্রমুখ।



মন্তব্য চালু নেই