মাত্র তিন ঘণ্টায় ব্যাংক সিস্টেম হ্যাক করল তরুণ
মাত্র তিন ঘণ্টায় ভারতের বৃহৎ একটি ব্যাংকের সিস্টেম হ্যাক করে দেশটির ব্যাংক ব্যবস্থার নিরাপত্তার নাজুকতা দেখিয়ে দিলেন এক তরুণ।
সাইবার অপরাধীদের কাছ থেকে ব্যাংকগুলো কতটা নিরাপদ, তা পরীক্ষা করার জন্য ৫ আইটি এক্সপার্টকে নিয়ে এ প্রতিযোগিতা হয়।
কে, কার আগে ব্যাংক সিস্টেম হ্যাক করতে পারেন, তাই ছিল প্রতিযোগিতার উদ্দেশ্য।
সেখানে হারজিৎ ওরফে হ্যারি নামে ২২ বছর বয়সী তরুণ হ্যাকার মাত্র তিন ঘণ্টার মধ্যে ভারতের সর্ববৃহৎ ব্যাংকের অনলাইন সিস্টেমের অন্যতম অনুষঙ্গ রাউটারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।
এরপর তিনি গ্রাহকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে গোপন সব তথ্যই হ্যাক করে দেখান।
মন্তব্য চালু নেই