মাতাল বিচারক হাফপেন্ট পরে আদালতে, অতঃপর ঘটলো অবাক কাণ্ড
বিচারক জেষ্ঠ্যমনি মুরাসিং। মাতাল অবস্থায় বেহুঁশ হয়ে কৈলাশহর আদালত চত্বরে আসেন তিনি। এসময় তার পরনে ছিল হাফ প্যান্ট আর টি শার্ট। পরে টি শার্টটিও খুলে ফেলেন ওই বিচারক। সম্প্রতি ভারতের ত্রিপুর রাজ্যে ঊনকোটি জেলার কৈলাশহর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। জানা গেছে, উদয়পুর জেলার পারিবারিক আদালতের বিচারক জেষ্ঠ্যমনি মুরাসিং মাতাল অবস্থায় কৈলাশহর আদালত চত্বরে আসেন। এসময় তার পরনে ছিল হাফ প্যান্ট আর টি শার্ট। মুরাসিং সেখানে একজন সিভিল জজের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এসময় তিনি ওই জজের দপ্তরে প্রবেশ করে চেয়ার টেবিল ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এক পর্যায়ে টি-শার্টটিও খুলে ফেলেন তিনি। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠণ করা হয়। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মুরাসিংয়ের দুবছরের বেতন বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। –সূত্র : দ্য হিন্দু।
মন্তব্য চালু নেই