মাঝ আকাশে রহস্য বাড়িয়ে হারিয়ে গেল বিমান

উড়ানের পথে মাজ আকাশেই রাডার সংযোগ বিচ্ছিন্ন হল বিমানের৷ নিখোঁজ বিমানে রয়েছেন ১২ জন যাত্রী৷ আশঙ্কা বিমানটি ভেঙে পড়েছে৷ ঘটনা ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশের বাটাম দ্বীপের৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থার রিপোর্ট- নিখোঁজ P 4201 বিমানটির খোঁজে ইন্দোনেশিয়ার নৌ সেনা তল্লাশি শুরু করেছে৷ পাঙ্গকাল পিনাঙ থেকে বাটাম দ্বীপে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি৷ স্থানীয় দ্বীপবাসী ভয়ঙ্কর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন৷ জানিয়েছে ইন্দোনেশিয়া নৌ সেনা৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই