মহাসাড়ম্বরে রাশানদের বিশ্বযুদ্ধ জয়ের বর্ষপূর্তি উদযাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানীকে পরাজিত করার ৭০ বছর পূর্তি ধুমধাম করে উদযাপন করল রাশিয়া। যুদ্ধজয় উপলক্ষ্যে মস্কোর রেড স্কয়ারে শনিবার বিশাল সামরিক কুচকাওয়াজ প্রদর্শন করেছে হাজার হাজার রুশ সৈনিক।

air

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আয়োজনের মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত করেছেন, পাশাপাশি পশ্চিম-বিদ্বেষী মনোভাবকে আরও উস্কে দিয়েছেন।

মস্কোর এই আয়োজনে যোগ দিয়েছিলেন ৩০ বিদেশী নেতা। এদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে পুতিনের ডান পাশে বসে থাকতে দেখা যায়।

1_46

রয়টার্স জানিয়েছে, এই কুচকাওয়াজে চীনের সৈন্যদলও অংশ নিয়েছিল।

এ ছাড়া ভারত, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ও কিউবার কূটনীতিকরা যোগ দিয়েছিলেন রেড স্কয়ারে।

তবে মস্কোর এই মহোৎসব প্রত্যাখ্যান করেছে পশ্চিমারা। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নেয় পশ্চিমের দেশগুলো।



মন্তব্য চালু নেই