মহাকাশ থেকে ধারণ করা গ্রিনল্যান্ডের বরফের ছবি প্রকাশ করল নাসা

মহাকাশ থেকে ধারণ করা গ্রিনল্যান্ড সমুদ্রের টুকরো টুকরো বরফের ছবি প্রকাশ করল মার্কিন মহাকাশ সংস্থা নাসা। গেল ১৬ই জুলাই নাসার অ্যাকোয়া স্যাটেলাইট থেকে মডারেট রেজলিউশন ইমেজিং স্পেকট্রোরেডিও মিটারের সাহায্যে ছবিটি তোলা হয়েছে বলে জানিয়েছে নাসা।

নিজস্ব ওয়েবসাইটে ছবিটি প্রকাশের পর নাসা কর্তৃপক্ষ জানায়, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন আরও উত্তরে আর্কটিকের জলে বরফ ভেসে গিয়ে গলে যায়। গ্রিনল্যান্ডের সমুদ্রে ভাসতে দেখা যায় বড় বড় বরফের চাঁই। পৃথিবীর তাপমাত্র বাড়ার সঙ্গে সঙ্গে আর্কটিক সমুদ্রে বরফের পরিমাণ কমছে। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর থেকে অন্তত দুই থেকে তিনগুণ সংবেদনশীল আর্কটিক।

ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রামের অংশ হিসেবে নাসার এই অ্যাকোয়া স্পেসক্রাফ্ট মিশনটি চলছে।



মন্তব্য চালু নেই