মহাকাশে হঠাৎ দেখা গেল ভিনগ্রহের যান! (ভিডিও)

নাসার লাইভ কাভারেজ চলছিল। মহাকাশ গবেষণা কেন্দ্রের চারিদিকে গোল হয়ে ঘুরছিল নাসার দূরবীন ক্যামেরা। সেই সময় হঠাৎ-ই দেখা গেল অদ্ভুত এক জিনিস। ব্যাপারটা বুঝতে পেরেই হয়তো লাইভ কাভারেজ বন্ধ করে দেওয়া হলো।
কিন্তু পরে অনেকবার চেষ্টা করেও বোঝা যায়নি জিনিসটা ঠিক কী। আবছামতো জিনিসটা দেখতে অনেকটা সিনেমায় দেখানো ইউএফও বা ভিনগ্রহের যানের মত।
ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিনগ্রহের তত্ত্বে বিশ্বাসীরা বলতে শুরু করেন জিনিসটা আসলে ইউএফও। নাসা অবশ্য এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে।
মন্তব্য চালু নেই