মস্কোতে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ
রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভ হত্যাকাণ্ডের দু’বছর পূর্তিতে রাজধানী মস্কোতে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার সমর্থক।
২০১৫ সালে ক্রেমলিনের বাইরে আততায়ীর গুলিতে নিহত হন নেমৎসভ। রাশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী নেমৎসভ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোর সমালোচক ছিলেন।
নেমৎসভের স্মরণে ‘রাশিয়া মুক্ত হবে’ এবং ‘পুতিনই যুদ্ধ’ শ্লোগানে বিক্ষোভ করে সমর্থকরা।
নেমৎসভের হত্যাকারী হিসেবে বর্তমানে রুশ আদালতে ৫ চেচেন বংশোদ্ভূত নাগরিকের বিচার চলছে। তবে ওই অভিযুক্ত পাঁচজন বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। নেমেৎসভের স্বজনদের আশঙ্কা, যার নির্দেশে নেমেৎসভকে হত্যা করা হয়েছিল তাকে হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না।
২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনিয়ান প্রেমিকার সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া শেষে রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন বরিস নেমৎসভ। ওই সময় তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়।
মন্তব্য চালু নেই