মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

উৎসবের শুরুতেই শহরে বিধ্বংসী আগুনের মৃত্যু হল তিন শ্রমিকের৷ ট্যাংরা চায়না টাউনের সংযোগস্থলের একটি অবৈধ তেল গোডাউনে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন৷

ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে দমকল৷ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল৷ আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ঘটনাস্থলের পাশে থাকা একটি মোবাইল টাওয়ার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ তিলজলার ক্রিস্টোফার রোডে আগুনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে৷ আগুনের জেরে ট্যাংরা চায়না টাউন মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷ ট্যাংরা থেকে শিয়ালদহ রুটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ আগুন ও যান নিয়ন্ত্রণে হিমসিম খাচ্ছে দমকল ও পুলিশ৷ রাস্তা সংকীর্ণ হওয়ার জেরেই প্রবল সমস্যার মুখে পড়েছে প্রশাসন৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই