মমতা নিজের হাতেই আঁকলেন পশ্চিমবঙ্গের লোগো

স্বাধীনতার পর ভারতের একাধিক রাজ্যের নিজস্ব লোগো থাকলেও পশ্চিমবঙ্গের নিজস্ব কোনও সরকারি প্রতীক নেই। এতদিন অশোক স্তম্ভকেই প্রতীক হিসেবে ব্যবহার করা হতো।

এবার নিজের হাতে সরকারি প্রতীক এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এই লোগো বিধানসভায় পাস করিয়ে করিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী মমতার নিজের হাতে আঁকা কল্যাশ্রী, যুবশ্রী, বিশ্ব বাংলা কিংবা বিধাননগর পুরসভার জন্য আঁকা লোগো বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছে। সেই তালিকায় সংযোজিত হতে চলেছে মমতার নিজ হাতে আঁকা বাংলার নিজস্ব সরকারি প্রতীক।



মন্তব্য চালু নেই