মন্দিরের প্রসাদ খেয়ে ৪ শতাধিক অসুস্থ
ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক মন্দিরে পূজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৪ শতাধিক ভক্ত। মঙ্গলবার রাজ্যের উজ্জয়ন জেলার চিরিদি গ্রামের শিবমন্দিরে মন্দিরে মহাশিব রাত্রি উৎসবে আগতদের মধ্যে ওই প্রসাদ বিতরণ করা হয়েছিল।
বুধবার স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার মহাদেব মন্দিরের শিবরাত্রি অনুষ্ঠানে চিরিদি গ্রামের ৩ হাজার মানুষ অংশ নিয়েছিল। তাদের মধ্যে খিচুরি এবং খির বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত প্রসাদ বিলি করা হয। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৪শ’র বেশি মানুষ। তারা বমি এবং পাতলা পায়খানা করতে শুরু করেন। অসুস্থরা তারানা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভিড় জমায়। এদের মধ্যে ৯৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
এদিকে মন্দিরের যে খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছেন তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই