মন্ত্রী স্মৃতি ইরানির জুতা সেলাই

দক্ষিণ ভারতের তামিলনাডুর কোইমবাতুর এ বিজেপির একটি প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশটির ইউনিয়ন টেক্সটাইল মিনিস্টার স্মৃতি ইরানি। ইশা ফাউন্ডেশন নামে সে সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিমান থেকে নেমেই দেখেন তার জুতা ছিঁড়ে গেছে।

বিমানবন্দরের আশেপাশে জুতা সেলাইয়ের জন্য মুচি খুঁজছিলেন মন্ত্রী। বিমানবন্দর থেকে ইশা ফাউন্ডেশন ১৬ কিলোমিটারের দূরত্ব। মাঝপথে পেরুর নামে একটি জায়গায় একজন মুচির দেখা পান স্মৃতি ইরানি।

তামিলনাডু বিজেপি সাধারণ সম্পাদক ভানাথি শ্রিনিভাসান এর সাথে গাড়ি থেকে নেমে পড়েন। মুচির কাছে তার স্লিপারগুলো দিয়ে পাশে একটি ছোট্ট টুলে বসে পড়েন।

জুতা সেলাইয়ের মজুরি হিসেবে ১০ রুপি দাবি করেন সেই মুচি। স্মৃতি ইরানি একটি ১০০ রুপির নোট ক্যাশ বক্সের কাছে রেখে দেন। ‘চেইঞ্জ লাগবে না’ বলে দেন ওই মুচিকে।

ঘটনাটির একটি ভিডিও ইন্টারনেটে শেয়ার করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। স্মৃতি ইরানির এই সৌজন্যবোধকে প্রশংসা করছে নেটিজেনরা। সূত্র : এনডিটিভি



মন্তব্য চালু নেই