মন্ত্রীর বেফাঁস মন্তব্যে ভারতের সংসদে সমালোচনার ঝড়
ভারতে বসবাসরত হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে রামের সন্তান বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জয়তী।
সাধ্বীর এ মন্তব্যের পরপরই ঝড় ওঠে লোকসভা ও রাজ্যসভায়। মঙ্গলবার লোকসভায় নিজের এ মন্তব্যের জন্য সাধ্বী ক্ষমা চাইলেও বিরোধী দলের সদস্যরা তার পদত্যাগ দাবি করেছেন। তবে বিজেপি বিরোধীদের এ দাবি প্রত্যাখান করেছে।
উত্তরপ্রদেশের ফতেপুর কেন্দ্র থেকে নির্বাচিত সাধ্বী গত মাসেই মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। সোমবার দিল্লিতে এক নির্বাচনি প্রচারে তিনি বলেন, ‘দিল্লির জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা রামজাদা (রামের অনুসারী) না হারমাজাদাদের (অবৈধ সন্তান) সরকারে বসাবে।’
‘যারা রাম ও ঐক্যবদ্ধ ভারতে বিশ্বাস করেন না, তাদের উদ্দেশে বলছি, এই দেশে খ্রিস্টান বা মুসলিম সবাই রামের সন্তান। যে এতে সম্মত নয়, তার এই দেশের ওপর বিশ্বাস নেই।’
জয়তীর এ বক্তব্যের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনীতি। লোকসভা ও রাজ্যসভায় তার পদত্যাগের দাবি ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, এ ধরনের বিতর্কিত বক্তব্য গ্রহণযোগ্য হবে না। এর পরপরই রাজ্যসভায় ক্ষমা চান জয়তী। তবে এই ঘটনায় রাজ্যসভা চার বার এবং লোকসভা এক বারের জন্য সাময়িকভাবে মুলতবি হয়ে যায়।
জয়তী ক্ষমা চাওয়ার পরপরই তার পাশে এসে দাঁড়িয়েছে তার দল বিজেপি। পদত্যাগের দাবি প্রত্যাখান করে সংসদ বিষয়ক মন্ত্রী বিনায়ক নাইডু বলেছেন, ‘মন্ত্রী তার ভুল বুঝতে পেরেছেন। বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। ব্যাস, বিষয়টি এখানেই শেষ।’
মন্তব্য চালু নেই