মদ খান না আমেরিকার নতুন প্রেসিডেন্ট, কারণ জানলে অবাক হবেন
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শুক্রবারই কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। কিন্তু সেখানে ট্রাম্পের টেবিলে ছিল না মদের গ্লাস।
আসলে ট্রাম্প মদ ছুঁয়েই দেখেন না। ট্রাম্পরা চার ভাইবোন। তাঁর বড় দাদা ফ্রেডি জুনিয়র পারিবারিক ব্যবসায় আসতে চাননি। বাবার চাহিদামতো জীবনযাত্রায় মানিয়ে নিতে না পেরে ফ্রেডি জুনিয়র পাইলটের চাকরি নেন। সেই দাদাই মাত্র ৪২ বছর বয়সে মদ্যাসক্তিতে মারা যান। ট্রাম্প মনে করেন, তাঁর দাদা নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিলেন।
সেই থেকে ট্রাম্প কোনওদিন মদ ছুঁয়ে দেখেননি। আজ ৭০ বছর বয়সেও তিনি মদ খান না। বিভিন্ন সাক্ষাৎকারেও মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, তাঁর দাদার মদের আসক্তি থাকলেও, দাদাই তাঁকে মদ খেতে না করেছিলেন।
মন্তব্য চালু নেই