মদিনায় পৌঁছেছেন ৩ লাখ ৮৫ হাজার তীর্থযাত্রী

হজ পালনে সৌদিগামী বিশ্বের বিভিন্ন দেশের তীর্থযাত্রীদের স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির প্রিন্স মোহাম্মদ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে বেশ কিছুসংখ্যক তীর্থযাত্রীকে সৌদি ঐতিহ্য অনুযায়ী স্বাগত জানানো হয়েছে।

দেশটির জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, পবিত্র নগরী মদিনায় সোমবার পর্যন্ত ৩ লাখ ৮৫ হাজার ১৯১ তীর্থযাত্রী পৌঁছেছেন।

তীর্থযাত্রীদের সহায়তাকারী মদিনার ন্যাশনাল ফাউন্ডেশনের উপ-প্রধান এসসাম আব্দুল আজিজ দোমিয়াতি বলেছেন, মক্কার উদ্দেশ্যে ১ লাখ ৮২ হাজার ২৭৮ তীর্থযাত্রী মদিনা ছেড়েছেন। এ ছাড়া মদিনায় এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার তীর্থযাত্রী অবস্থান করছেন।



মন্তব্য চালু নেই