মদন প্রেসক্লাবে ইউএনওর বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধি, মদন ( নেত্রকোনা) : নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়র অন্যত্র বদলী হওয়ায় মদন প্রেসক্লাবের পক্ষ থেকে বৃস্পতিবার বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ আল-আমীন তালুকদারের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় ইউএনও কর্মময় জীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এটিএম আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান নুরূল ইসলাম ছদ্দু, বদরুজ্জামন শেখ মানিক, এন আলম, প্রমূখ। প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের ভবিষ্যত মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ খুরশিদ শাহরিয়র। শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওর হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিকগণ।



মন্তব্য চালু নেই