দুর্গাপুরে শেষ হলো সাংস্কৃতিক উৎসব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সম্প্রদায়ের অংশগ্রহনে একাডেমী মিলনায়তনে কোচ সম্প্রদায়ের বিহু উৎসবের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব।

আদিবাসী নেতা যুগল কিশোর কোচ এর সভাপতিত্বে কালচারাল অফিসার সুলোচনা সাংমার উপস্থাপনায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবন যাত্রার মান উন্নয়নে সমাজের করনীয় বিষয় নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিবাসী গবেষক ও লেখক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, আদিবাসী নেতা মতিলাল হাজং, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান প্রমূখ। আলোচনা সভা শেষে কোচ কালচারাল এন্ড ডেভেলাপমেন্ট এসোসিয়েশন, রাংটিয়া, বারোমারি, খলচান্দা কোচ সাংস্কৃতি দল তাদের পরিবেশনা করেন।

এছাড়া শেরপুর জেলার রাংটিয়া অঞ্চলের প্রায় শতাধিক কোচ নর-নারী সাংস্কৃতিক উৎসবে অংশ নেয়।



মন্তব্য চালু নেই