মদনে পাঁচ জয়িতাকে সংম্বর্ধনা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে মঙ্গলবার ইউএনও সম্মেলন কক্ষে ইউনিয়ন পর্যায়ে পাঁচ জয়িতাকে সংম্বর্ধনা দেয়া হয়েছে। ইউএনও মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে সংম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক, আতিকুর রহমান নোমান, জয়িতা আয়েশা আক্তার প্রমূখ। সংম্বর্ধিত জয়িতারা হলেন,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নায়েকপুর ইউনিয়নের আফতাব হোসেন একাডেমীর প্রধান শিক্ষিকা এবং জেলা পরিষদ সদস্যা আয়েশা আক্তার, ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের মোছাঃ মাজেদা আক্তার,ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের পাপিয়া আক্তার,ইউনিয়ন পর্যায়ে সাফল জননী হিসাবে কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের হেনা আক্তার,ইউনিয়ন পর্যায়ে নির্যাতনে বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মদন ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মমতাজ বেগমকে উপজেলা প্রশাসনের উদ্যেগে জয়িতা নির্বাচিত করা হয়।



মন্তব্য চালু নেই