মদনে জাতীয় মৎস্য সাপ্তাহ পালিত

মদন (নেত্রকোণা) সংবাদদাতা: “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যেগে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপনের লক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাবলিক হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়রের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রাসুল প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই