মদনে কুকুরের কামড়ে আহত-৩০
মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসদর সহ কয়েকটি ইউনিয়নে গত দুই দিনে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়ে মদন স্বাস্থ্য কেন্দ্রে এসেছে। উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় এ ধরনের রোগীদেরকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। বেসরকারী হিসাবে আহতদের সংখ্যা অনেক বেশী। পাগলা কুকুরের উপদ্রবে শংকিত হয়ে পড়ছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসদরে ১ ও ২ নং ওয়ার্ডে কয়েকটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়। এ সময় বাড়ীভাদেরা ও মদন-কেন্দুয়া সড়কে জনতা দুইটি কুকুর নিধন করে। বেওয়ারিশ এসব কুকুর নিধনে প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক আব্দুল কদ্দুছ জানান, ইদানিং কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এধরনের রোগীর সংখ্যা বাড়ছে,তবে হাসপাতালে কোন ভ্যাকসিন সরবরাহ না থাকায় তাদের চিকিৎসা দেয়া যাচ্ছে না।
নেত্রকোণার সিভিল সার্জন ডাঃ আব্দুল গনি জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই । তবে জেলা সদর হাসপাতালেও বর্তমানে ভ্যাকসিন সংকট রয়েছে।
এ ব্যাপারে মদন পৌর মেয়র আব্দুল হান্নান শামীম বলেন, অচিরেই কুকুর নিধন অভিযান চালাব।
মন্তব্য চালু নেই