মঙ্গলে মানুষের জন্য বাড়িঘর !

মঙ্গল গ্রহে মানুষ বসবাসের জন্য বাড়িঘর, রাস্তাঘাট, ল্যান্ডিং প্যাড তৈরি করতে রোবট পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভিত্তির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ২০২৪ সালের মধ্যে মানুষ পাঠানোর আগেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় প্রতিষ্ঠানটি।

নাসা আগামী ২০২৪ সাল থেকে দুই বছর পর পর অন্তত চারজনের একটি দল মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে। যারা মঙ্গলে স্থায়ীভাবে বসবাস করবে। নাসার প্রকৌশলী ইবযৎড়শয কযড়ংযহবারং গত দুই বছর ধরে এই ধরণের রোবট তৈরিতে কাজ করে যাচ্ছেন। এই সব রোবটের কাজ হবে মঙ্গলে মানুষ পৌঁছানোর আগেইও সেখানে তাদের বসবাস উপযোগী সকল ধরণের কাঠামো তৈরি করা।

ঝুফহবু ইৎড়হিংঃড়হব এর মতে, নাসার এই প্রকৌশলী দপড়হঃড়ঁৎ পৎধভঃরহমদ নামক এক নতুন ধরণের কন্সট্রাকশন পদ্ধতি নিয়ে কাজ করছেন। এর মাধ্যমে রোবট ব্যবহার করে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে বিশাল আকৃতির বিভিন্ন কাঠামো নির্মাণ করা যাবে।

তিনি আশা প্রকাশ করে বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে সম্পূর্ণভাবে থ্রিডি প্রিন্টেড কনক্রিট প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হবেন। আর এই প্রযুক্তিতে ২০ ঘণ্টায় ৬০০ বর্গ মিটারের কনক্রিট শেল প্রস্তুত করা যাবে।



মন্তব্য চালু নেই