সোমবার নয়, মঙ্গলবার আসছে কোকোর মরদেহ
মঙ্গলবার পল্টনে কোকোর জানাজা
বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামাজে জানাজ আগামী মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আর পরের দিন সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি আরো জানান, কোকোর মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। শোক দিবস উপলক্ষে দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মালয়েশিয়া বসবাসরত আরাফাত রহমান কোকো। রোববার বাদ জোহর মালয়েশিয়া কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরদেহে দেশে আনতে ইতিমত্যে মালয়েশিয়া গেছেন তার মামা শামীম ইস্কান্দার।
মন্তব্য চালু নেই