মক্কায় মসজিদ আল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ১০৭ (ভিডিও)
সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে নির্মাণাধীন কাজের ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে ৪০ বাংলাদেশিও রয়েছেন। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারী বৃষ্টি ও ঝড়ে এই দুর্ঘটনা ঘটে বলে সৌদি গেজেটের অনলাইনের খবরে বলা হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের টুইটার বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ক্রেনটি মসজিদ আল হারামের ওপর ছিঁড়ে পড়ে। ঠিক কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে সংগৃহীত ছবিতে দেখা যায়, বিশালাকৃতির ক্রেনটির একটি অংশ সৌদি আরবের অন্যতম প্রধান এ মসজিদের ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এ সময় মসজিদের ভেতর থাকা মুসল্লিরা মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে হতাহতের সংখ্যা এত বেশি বলে ধারণা করা হচ্ছে।
মক্কায় আর কয়েক দিন পরেই মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান হজ। মক্কা নগরী যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে কয়েক লাখ হজযাত্রী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র এই নগরীতে সমবেত হয়েছেন। এ ছাড়া প্রতিদিনই হাজার হাজার মুসল্লি আসছেন মক্কায়।
মসজিদ আল হারামে বেশ কয়েক বছর যাবৎ উন্নয়নকাজ চলছে। মসজিদ সম্প্রসারণ করতে কয়েকটি ক্রেন দিয়ে সেখানে সংস্কারকাজ বহুদিন ধরেই চলছিল। এ রকমই একটি ক্রেন শুক্রবার রাতে ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ভিডিও:
https://youtu.be/4pnFMVmXyZw
মন্তব্য চালু নেই