মক্কার দুর্ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেপ্তার বিজেপি নেতা

মক্কায় মসজিদুল হারামে ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় সহমর্মিতা প্রকাশের পরিবর্তে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেপ্তার হয়েছেন তামিলনাড়ুর এক বিজেপি নেতা।

তিরুমঙ্গলমের আজমের আলী নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ গত রোববার বিজেপি নেতা বি ভেলমুরুগানকে গ্রেপ্তার করে। ভেলমুরুগান বিজেপির তামিলনাড়ু শাখার তথ্য প্রযুক্তি বিভাগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

মক্কার ঘটনায় ১০৭ জন নিহত হওয়ার পর তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন বলে অভিযোগ করেন আজমের আলী। ফেসবুকে ভেলুমুরুগান মন্তব্য করেন, মক্কার ওই দুর্ঘটনায় যদি তার প্রতিবেশী কেউ মারা যেতো তাহলে তিনি আরো বেশি খুশি হতেন।

শুধু তাই নয়, ভেলুমুরুগান অনেক সময়ই ফেসবুকে মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক পোস্ট করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তিনি একটি কম্পিউটার সেন্টারও চালান।



মন্তব্য চালু নেই