ভয়াল ভূমিকম্পের পর নেপালে ৩৫ ঝাঁকুনি

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর আরও ৩৫ বার ভূকম্পনের ঝাঁকুনি অনুভূত হয়েছে নেপালে। ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের দিন শনিবারই ছোট ও মাঝারি মিলিয়ে মোট ২৩টি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। রবিবার আঘাত হেনেছে আরও ১২টি।

ভারতীয় ভূতাত্ত্বিক সংস্থার (আইএমডি) সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, নেপাল ছাড়াও পাশের দেশ ভারতেও একাধিক তুলনামূলক ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধুমাত্র বিহারেই আঘাত হেনেছে আটটি।

নেপালের দেশটির ৮১ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ানক ভূমিকম্প এটি।

টাইমস অব ইন্ডিয়ার সর্বশেষ খবর অনুযায়ী, ভূমিকম্পে নেপালে অন্তত ২৫০০ জন মারা গেছেন।

এনডিটিভি জানিয়েছে, ভারতে মারা গেছে অন্তত ৬২ জন।

এদিকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ওয়েবপোর্টাল জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে তিব্বতে মারা গেছেন ১৭ জন।



মন্তব্য চালু নেই