ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে বিশ্ববাসী : বিল গেটস

ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছেন বিশ্ববাসী। মিউনিখে সিকিওরিটি কনফারেন্সে এমনই আশঙ্কার কথা শোনালেন বিল গেটস। অদূর ভবিষ্যতে পৃথিবীতে হানা দেবে অপ্রত্যাশিত এক সন্ত্রাস। নিমেষে তা কেড়ে নেবে তিন কোটি মানুষের প্রাণ। এর থেকে বাঁচার কোনো উপায় এখনো জানা নেই। ১৯১৮ সালের মড়ক যেমন কেড়ে নিয়েছিল ‌পাঁচ কোটি মানুষের প্রাণ।

অনেকটা তেমনই হবে আগামী দিনে, আশঙ্কা বিল গেটসের। আগামী ১০ থেকে ১৫ বছর অত্যন্ত সতর্ক হয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তার দাবি, এই সন্ত্রাসের উৎস হতে পারে কোনো জঙ্গির কম্পিউটার স্ক্রিন। মুহূর্তে গুটি বসন্ত বা ছোঁয়াচে জ্বরের মতো ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে। দীর্ঘদিন ধরেই আইএস জঙ্গিরা জৈব অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। গত ৫ বছরে মলিকিউলার বায়োলজির গবেষণার পরিসর অনেক বেড়েছে। আর তাতেই জৈব অস্ত্র তৈরির সম্ভাবনা আরও প্রবল হয়েছে। সেই জৈব ঘাতকের হানাতেই কাত হয়ে যেতে পারে বিশ্বের একটা বড় অংশ।

বরাবরই স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন বিল গেটস। গত কয়েক বছর ধরে কোটি কোটি টাকা খরচ করেছেন স্বাস্থ্য বিষয়ক প্রচারের উপর। মিউনিখের সভায় তাঁর দাবি আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তার দিকে নজর দেওয়াও বিশেষ জরুরি। স্বাস্থ্য নিরাপত্তার দিকটি গুরুত্ব না দেওয়ার কারণে আরও বেশি অপ্রত্যাশিত সন্ত্রাসের শঙ্কা বাড়ছে। -আজকাল



মন্তব্য চালু নেই