ভয়ঙ্কর অজগরের ভয়ে বাড়িছাড়া পরিবার
ভয়ঙ্কর অজগর। রীতিমত আতঙ্ক গোটা এলাকায়। এগারো ফুট লম্বা অজগরটি হাতের মুঠোয় বন্দী করায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনা ঘটে ভারতের জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে।
জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সকালে অজগরটি খোচাবস্তি এলাকার একটি বাড়ির পাশে ঢুকে পড়ে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে যান ওই বাড়ির বাসিন্দারা। ভয়ঙ্কর অজগরের ভয়ে বাড়িছাড়া পরিবারটিকে নির্ভয় দেন স্থানীয় লোকজন। অজগরটিকে দেখতে ভিড় জমে যায়। পরে খবর দেয়া হয় বনকর্মীদের।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। অজগরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তারঘেরায়। স্বাস্থ্য পরীক্ষার পর অজগরটিকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।
কী করে এ এলাকায় এত বড় একটা অজগর ঢুকে পড়ল তা এখনো জানা যায়নি। বাড়ির পাশে ঢুকে পড়ায় কারো ক্ষতি করেনি অজগরটি।
মন্তব্য চালু নেই