ভোট দিতে গিয়ে দেখেন ‘তিনি মৃত’

পশ্চিমবঙ্গ রাজ্যে আজ ষষ্ঠ দফার নির্বাচন । তিন জেলার ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে । এসব কেন্দ্রের মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে ভোট দিতে যান দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা পৃথিবী সুন দাস।ভোট দিতে গিয়ে তিনি হতভম্ব বনে যান। কারণ তিনি দেখেন তার নাম মৃতদের তালিকায়।

‘মে দেখা, মেরা নাম ডেড লিখা হুয়া হে’ বুথের ভিতর তিনি তোলপাড় শুরু করেন। পরিবারের সবার নাম তালিকায় আছে অথচ তার নামই মৃতদের তালিকায়, তোলপাড়তো তোলারই কথা। দীর্ঘ দিন ধরেই ভবানীপুরে রয়েছেন তিনি আর তার পরিবার। লোকসভা ভোট, পুরসভার ভোটেও ভোট দিয়েছেন, আর বিধানসভার ভোটেই তিনি কীনা মৃত হয়ে গেলেন।

ভবানীপুরে `মৃত` ভোটারের এই খবর পৌঁছে যায় এখানের হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সির কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দীপা দাশমুন্সি। পরিস্থিতির কথা জানান পোলিং এজেন্টদের।

অবশ্য এখানেই ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে রয়েছেন কংগ্রেস-বাম জোট প্রার্থী এই দীপা দাশমুন্সি। আর ভোটের লড়াইয়ে বিজেপির হয়ে লড়ছেন চন্দ্র বসু।

তথ্যসূত্র : জিনিউজ



মন্তব্য চালু নেই