ভূমিকম্পে বিহারে ১০ জনের মৃত্যু

নেপালে উৎপত্তি হওয়া মঙ্গলবারের ভূমিকম্পে ভারতের বিহার রাজ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিট এবং ১টা ৯ মিনিটে দু’টি কম্পন অনুভূত হয়। যার প্রভাব পড়ে রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি রাজ্যে। এতে বিহারের আনন্দ বাজার এলাকায় একটি ভবন ধসে একজন মারা গেছেন।

এ ছাড়া বাইশালী জেলার মহুয়ায় একটি মেয়ে শিশু দৌড়ে পালানোর সময় মারা যায়। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে ২৫ এপ্রিল নেপালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিহারে ৩০ জনের বেশি লোক মারা যায়। এ ছাড়া ওই ভূমিকম্পে চীনের তিব্বত ও বাংলাদেশেও বেশ কয়েকজন মারা যায়।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবারের জোড়া ভূমিকম্পে নেপালে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র : এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই