ভূমিকম্পের পর জাপানে সুনামি
জাপানের উত্তর উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর মঙ্গলবার সকালে ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ ও জাপানের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
দেশটির পূর্বাঞ্চলীয় ইওয়েতের মিয়াকো উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় ৮টা ৪৭ মিনিটে ৪ ইঞ্চি (১০ সেন্টিমিটার) উঁচু ঢেউ আঘাত হেনেছে। ঢেউয়ের উচ্চতা ৩ দশমিক ৩ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৬ মিনিটে মিয়াকো থেকে ২১০ কিলোমিটার পূর্বে সাগরের ১০ কিলোমিটার গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
জাপানের আবহাওয়া বিভাগ ভূমিকম্পটি ৬ দশমিক ৯ রিখটার স্কেলে আঘাত হেনেছে বলে উল্লেখ করেছিল।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে স্থানীয় অন্তত ১৯ হাজার লোককে সরে যেতে বলেছে।
২০১১ সালে দেশটিতে আঘাত হানা সুনামিতে ১৮ হাজারেরও বেশি লোক মারা যায়। এটির আঘাতে ফুকুশিমার একটি পরামণু প্রকল্পে দুর্ঘটনা ঘটে।
মন্তব্য চালু নেই