ভিয়েতনামে নিষিদ্ধ হচ্ছে মোটরসাইকেল!
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নিষিদ্ধ হতে যাচ্ছে মোটরসাইকেল। আগামী ১০ বছরের মধ্যে এ উদ্যোগ সফল করার পরিকল্পনা করছে দেশটির সরকার। মাত্রাতিরিক্ত যানজট থেকে শহরকে মুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।খবর বিবিসির খবরে বলা হয়, দেশটির স্থানীয় সরকার আগামী ২০২৫ সালের মধ্যে হ্যানয়কে মোটরসাইকেলমুক্ত শহর হিসেবে দেখতে চায়। থান নিয়েন নিউজ ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভিয়েতনামের রাজধানীর রাস্তাগুলোতে অধিক মাত্রায় জ্যাম থাকে। ৫ লাখ গাড়ির পাশাপাশি এ রাস্তায় ৫০ লাখ গাড়ি প্রতিনিয়ত পাল্লা দেয়। দিন দিন এ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, আগামী ২০২০ সালে মধ্যে এখানে মোটরবাইকের সংখ্যা পৌঁছাবে ৭০ লাখ। গাড়ির সংখ্যাও বেড়ে দ্বিগুণ হবে। সিটি মেয়র গুয়েন ডাক চুং বলেন, ‘তার মানে আগামী ৪ বা ৫ বছরে যানজট পরিস্থিতি আরও জটিল হবে। সুতরাং আমাদের এখনই এর সমাধানের পথ খুঁজতে হবে।’
মন্তব্য চালু নেই