ভাসমান আরো ৪০০ অভিবাসী উদ্ধার
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলসংলগ্ন মালাক্কা প্রণালি থেকে ৪০০ ভাসমান অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির জেলেরা। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় তাদের উদ্ধার করা হয়।
আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
আচেহ প্রদেশের লাংসা প্রদেশের তল্লাশি ও উদ্ধারবিষয়ক প্রধান খাইরুল নোভা এই অভিবাসীদের উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
খাইরুল নোভা বলেন, উদ্ধারকৃতদের পূর্ব আচেহ জেলার সিমপাং টিগা গ্রামে থাকতে দেওয়া হয়েছে।
এর আগের কয়েক দিনে প্রায় ১৫০০ মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছায় ইন্দোনেশিয়ায়। মানব পাচারকারীরা তাদের সাগরে ভাসিয়ে দেয়। রোগাক্রান্ত ও ক্ষুধার্ত অবস্থায় তারা দেশটির উপকূলে ভিড়তে সক্ষম হয়।
থাইল্যান্ডগামী মানব পাচারের সাগরপথে কঠোর নজরদারির পর অভিবাসীবোঝাই নৌকাগুলো নিরুদ্দেশে ছেড়ে দেয় পাচারকারীরা। এসব নৌকা ভাসতে ভাসতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে পৌঁছালে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।
এই অবস্থায় কুয়ালালামপুরে অভিবাসী সংকট নিয়ে বৈঠক হচ্ছে। কিন্তু বৈঠকে অংশ নেওয়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া- কোনো দেশই নতুন করে অভিবাসীর চাপ নিতে প্রস্তুত নয় বলে জানিয়েছে।
এরই মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারকে অভিবাসী সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মন্তব্য চালু নেই