ভারতে হিন্দুর সংখ্যা কমছে : রাষ্ট্রমন্ত্রী
ভারতে হিন্দুর সংখ্যা কমছে। কারণ হিন্দুরা ধর্মান্তরকরণ করে না। কংগ্রেসের মন্তব্যের এভাবেই জবাব দিলেন ভারতের মন্ত্রী কিরেণ রিজিজু। তার পরেই শুরু সমালোচনা। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির কটাক্ষ, ওর মনে রাখা উচিত যে উনি সমস্ত ভারতীয়র প্রতিনিধিত্ব করছেন। গোটা ভারতের মন্ত্রী। শুধু হিন্দুদের নন।
একটি সংবাদপত্রে কংগ্রেসকে উদ্ধৃত করে লেখা হয়, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অরুণাচল প্রদেশকে হিন্দু রাজ্যে পরিণত করার চেষ্টা করছে।’ সেই উদ্ধৃতি তুলে টুইটারে কংগ্রেসকে একহাত নিলেন রিজিজু। লিখলেন, ‘এদেশে সংখ্যালঘুরা যেভাবে সংখ্যায় বাড়ছে, আশপাশের কোনও দেশে নয়। কংগ্রেসের এ ধরনের প্ররোচনামূলক মন্তব্য করা উচিত নয়। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এদেশে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে শান্তিতে বসবাস করেন। কংগ্রেস কেন এ রকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছে? অরুণাচলে সমস্ত মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে।’
বিশেষজ্ঞরা বলছেন, উত্তরপ্রদেশ ভোটে আসলে আবার হিন্দুত্বের তাসই খেলতে চাইছে বিজেপি। তাই ভারতের রাষ্ট্রমন্ত্রী এধরনের মন্তব্য করছেন। ওয়াইসির প্রশ্ন, ‘অন্য দেশের সংখ্যালঘুর সঙ্গে ভারতের সংখ্যালঘুদের তুলনা আসছে কেন? ভারতে সংবিধানই সংখ্যালঘুদের সমস্ত অধিকার দিয়েছে।’
মন্তব্য চালু নেই