ভারতে মোবাইল সংযোগে ‘এক দেশ এক নম্বর’ সুবিধা
গোটা ভারতজুড়ে চালু হয়েছে মোবাইল ফোন সংযোগের এক নতুন যুগ। নতুন এই পরিষেবার নাম ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি)’। আগে যেকোনো মোবাইল ফোন গ্রাহক নিজের সংযোগ বা সিমকার্ড নিয়ে অন্য অঙ্গরাজ্যে গেলে যোগ হতো ‘রোমিং চার্জ’। এখন আর সেই চার্জ কাটা হবে না। যেকোনো রাজ্যের যেকোনো মোবাইল গ্রাহক অন্য রাজ্যে গেলে সেই ফোন থেকে, সেই একই নম্বর ব্যবহার করে ফোন করতে পারবেন। এটাই হলো এমএনপি।
গত শুক্রবার প্রথম এই সেবা চালু করেছে এয়ারটেল। এয়ারসেলও প্রস্তুত হয়েছে। এই সুবিধা চালুর ফলে এখন থেকে গোটা ভারতে চালু হয়ে গেল ‘এক দেশ, এক নম্বর’ মোবাইল সংযোগ সুবিধা। যদিও এটি প্রথম চালু হয়েছিল হরিয়ানা রাজ্যে ২০১০ সালে। এখন দেশের ২২টি টেলিযোগাযোগ সার্কেলে এই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ ক্ষেত্রে এক সার্কেল থেকে অারেক সার্কেলে গেলে একটি সাংকেতিক বার্তা পাঠাতে হবে।
মন্তব্য চালু নেই