ভারতে মাওবাদী হামলায় ১৪ পুলিশ নিহত
ভারতের ছত্রিশগড় রাজ্যের সুকমা জেলায় মাওবাদী গেরিলাদের হামলায় ১৪ পুলিশ নিহত হয়েছে। ছত্রিশ গড়ের মন্ত্রী রমন সিংয়ের ‘এ রাজ্য নকশাল মুক্ত হবে’ এ ঘোষণার একদিন পরই সোমবার দুপুরে এ হামলা চালানো হয়।
এর আগে ২০১০ সালের এপ্রিল মাসে তারমেতলায় ৭৬ পুলিশ সদস্যকে জবাই করে হত্যা করে মাওবাদীরা। এ হামলার পর সুকমার জেলার হামলাকে ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে।
ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক ঊধ্বতন কর্মকর্তা বলেন, “নক্সালরা গ্রামবাসীদের তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আর এর জন্য বড় কোনো অভিযান চালাতে পারে না পুলিশ। কারণ এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।”
তিনি বলেন, “হামলায় ডেডুটি কমান্ড্যান্ট ডিএস ভার্মা ও রাজেশ কাপুরিয়াও নিহত হয়েছেন। এছাড়া আরো ১৪ জন আহত হয়েছে।”
এদিকে হামলায় আহতদের মধ্যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।–টাইমস অব ইন্ডিয়া।
মন্তব্য চালু নেই