ভারতে মন্দিরে পদদলনে নিহত ১১

ভারতের ঝাড়খণ্ডে একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত হয়েছে ১১ জন। আহত হয়েছে অর্ধশতাধিক লোক।

টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঝাড়খ-ের দিওঘর জেলার বেলাবাগান এলাকায় দুর্গা মন্দির ও বৈদ্যনাথ ধাম মন্দিরে সোমবার ভোরে এই পদদলনের ঘটনা ঘটে। হিন্দুদের কাছে পবিত্র সাবান মাসে (হিন্দু পঞ্জিকা অনুসারে) দেবি দুর্গার প্রার্থনা ও প্রভূ র্শিবের মূর্তিতে জল বিসর্জনের দিন ছিল সোমবার।

দেশটির বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ হিন্দুরা বেলাবাগান এলাকায় জড়ো হয়। সোমবার প্রথম প্রহর থেকে লোকজন মন্দিরের সামনে হাজির হয়। ভোরে মন্দিরের গেট খুলে দিলে হুড়িহুড়িতে পদদলিত হয়ে ওই ১১ জন নিহত হয়।

পদদলনে মৃত্যুর ঘটনা ভারতে নতুন কিছু নয়। প্রায়ই এই কারণে লোক মারা যায়। জুন মাসে এ ধরনের একটি ঘটনায় প্রায় ২০ জনের প্রাণহানি হয়। গত বছরের অক্টোবর মাসে মধ্য প্রদেশে ৯১ জন মারা যায়। ২০১১ সালে কেরালায় পদদলিত হয়ে প্রাণ হারায় শতাধিক মানুষ।



মন্তব্য চালু নেই