ভারতে বাবার সামনে দুই নাবালিকার শ্লীলতাহানি
বাইকে লেখা ‘ভিলেন ইজ ব্যাক’। অভিযোগ উঠেছে যে, ওই বাইকে করেই ভারতের দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকায় দুই নাবালিকাকে জোর করে বাইকে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই যুবক। কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে যাচ্ছিল দুই নাবালিকা। অভিযোগ, বাইক আরোহী দুই যুবক তাদের উত্যক্ত করতে থাকে। এরপর হাত ধরে টেনে দুই নাবালিকাকে বাইকে তুলে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে দুই নাবালিকার বাবাকে মারধরও করে বলে অভিযোগ। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাইক ফেলে পালিয়ে যায় দুই যুবক।
ইতোমধ্যে বাইকটি আটক করেছে পুলিশ। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাজধানীতে নারীদের নিরাপত্তা।
মন্তব্য চালু নেই