ভারতে বাতিল হবে ডেবিট কার্ড, এটিএম! সমস্যায় পড়বেন আপনিও?

নোট বাতিলের পর ভার্চুয়াল জগতের ই-লেনদেনই ভরসা রাখছেন সাধারণ মানুষ। তবে কয়েক বছরের মধ্যেই বাতিল হয়ে যাবে এটিএম কার্ড, মেশিন, পিওএস যন্ত্র, ডেবিট কার্ড— সব চলে যাবে আস্তাকুড়ে। এমনই ভবিষ্যদ্বাণী করে বসলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। ‘বেঙ্গালুরুতে যুব প্রবাসী ভারতীয় দিবস’-এ ‘স্টার্ট আপ-এর উদ্ভাবনে সামাজিক জগতে প্রভাব কতটা’ শীর্ষক আলোচনায় অমিতাভ কান্ত বলে দেন, ‘ডিজিটাল লেনদেনের উপর কেন্ত্রীয় স্তরে জোর দেওয়া হচ্ছে। তবে এমন নতুন উদ্ভাবনী পদ্ধতি আসতে চলেছে যে, কার্ড-কেন্দ্রিক যাবতীয় লেনদেন ব্যবস্থাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে ২০২০ সালের মধ্যে।’ বায়োমেট্রিক পদ্ধতি এক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাবে, আশাবাদী তিনি।



মন্তব্য চালু নেই