ভারতে প্রকাশ্যে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে কুপিয়ে হত্যা

ভারতের তামিলনাড়ুর ত্রিপুরে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত মার্কেটের মধ্যে এক দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভি শঙ্কর নামে ওই যুবক ও তার স্ত্রী কৌশল্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

সেই সময় ৩ দুর্বৃত্ত বাইকে চেপে এসে শঙ্করকে ব্যস্ত রাস্তার মধ্যে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। আক্রমণ করে কৌশল্যাকেও। তার পর সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পথচারীরা এই ঘটনা দেখে হতভম্ব হয়ে যান। দুর্বৃত্তরা পালিয়ে গেলে শঙ্কর ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শঙ্করকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, কৌশল্যার আঘাত খুব একটা গুরুতর নয়। পুলিশ জানিয়েছে, আট মাস আগে দলিত সম্প্রদায়ের যুবক শঙ্করকে বিয়ে করেন তথাকথিত উচ্চ বর্ণের কৌশল্যা (১৯)। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটা সম্মানরক্ষার্থে খুনের ঘটনা যা ‘অনার কিলিং’ নামে পরিচিত।



মন্তব্য চালু নেই