ভারতে পানির দাবিতে মিছিল, ৮৬ বছরের বৃদ্ধার মৃত্যু
কর্নাটকের কুমটা তালুকে পানীয় জলের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। সেই আন্দোলনের মাঝেই প্রখর রোদের তাপে মৃত্যু হল ৮৬ বছরের এক বৃদ্ধার।
ঘটনাটি ঘটেছে কুমটা তালুকের গোকার্নার কাছে মুলেকেরি গ্রামে। রেমু মাকালু গৌড়া নামের সেই বৃদ্ধা গ্রামে পানীয় জলের দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু সেই সময় মারাত্মক রোদ উঠেছিল। গরম সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মাথা ঘুরে পড়ে যান তিনি।
সেখান থেকে প্রথমে তাঁকে প্রাথমিক সেবাকেন্দ্রে এবং পরে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গত বিশ বছর ধরে গোকার্না ও তার আশেপাশের এলাকার বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভ-আন্দোলন করছে।
কিন্তু কোনো লাভ হয়নি তাতে। তবে এই ঘটনায় অবশেষে টনক নড়েছে প্রশাসনের। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, খুব শীঘ্রই এলাকায় পানীয় জলের সমস্যা মিটে যাবে।
মন্তব্য চালু নেই