ভারতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৩
ভারতে নির্মাণাধীন একটি ভবন ধসে একই পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছে। রোববার ভোরে উত্তর প্রদেশের বারনাসীর ধুলহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কামরুল হাসান নামের ওই বাড়ির মালিক তিন মাস তার বাড়ির কাজ শুরু করেন। তিন তলা নির্মাণের পর কামরুল তার পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে ওঠেন। তবে এরপরও ভবনটির নির্মাণ কাজ চলছিল। শনিবার রাতে ওই পরিবারের ১৬ সদস্য বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোরে ভবটি ধসে পড়লে কামরুলসহ দুইজন পরিবারের ১৪ সদস্য ভবনটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ন্যাচারাল ডিসাস্টার রিলিফ ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা চান্ডাউলি মুনিরাজ জানান, ভবনটি দ্রুত নির্মাণ করা হয়েছে। পুলিশ নির্মাণ ঠিকাদারকে খুঁজছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য চালু নেই