মন্ত্রী হলেন গায়ক বাবুল সুপ্রিয়

ভারতে নতুন মন্ত্রীদের শপথ

ভারতে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিতে শুরু করেছেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম যিনি শপথ নিয়েছেন তিনি হলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিরকার। আরো শপথ নিয়েছেন শিবসেনা নেতা সুরেশ প্রভু, স্বনামধন্য বিজেপি নেতা এবং সাবেক মন্ত্রী রাজিব প্রতাপ রুডি এবং রাজ্যবর্ধন সিং রাঠোর।
এছাড়া আরো যারা মোদির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন, হিমাচল প্রদেশের জেপি নাড্ডা, হরিয়ানার চৌধুরী বীরেন্দ্র সিং, তেলেঙ্গানা রাজ্যের বিজেপি নেতা বান্দারু দাত্তাত্রিয়া, পাঞ্জাবের বিজয় সামপলা, সাধভি নিরঞ্জন জ্যেতি, পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়, সানওয়ার লাল জাট, ঝাড়খণ্ডের লোকসভা সদস্য জয়ন্ত সিনহা, ওয়াইএস চৌধুরী, আগ্রার রাম শঙ্কর, হংসরাজ আহির, গিরিরাজ সিং, মোহন কুণ্ডরিয়া, মুখতার আব্বাস নাকভি, মহেশ শর্মা, সুরেশ প্রভু ও জেপি নাড্ডা। তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবমিলিয়ে ২২ জন নতুন মন্ত্রী নিয়োগ করছেন প্রধানমন্ত্রী মোদি।
১গত ২৬মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এই প্রথমবার মন্ত্রিসভায় রদবদল ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রোববার সকালে সম্ভাব্য মন্ত্রীদের নিজের বাসভবনে চা-চক্রে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। তবে মোদির এই চা-চক্রে যোগ দেয়নি শিবসেনা। তারা মন্ত্রীদের শপথ অনুষ্ঠানও বর্জন করেছে।



মন্তব্য চালু নেই