ভারতে তাবলীগ জামায়াতের মিছিলে গুলি, থমথমে অবস্থা

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরে্দ্রো মোদী দেশটিতে অবস্থিত তাবলীগ জামায়াতের বিদেশি মূয়াল্লিদের দেশ ত্যাগের নির্দেষ দেয়ার তিনদিনের মাথায় তাবলীগ জামায়াতের একটি মিছিলে গুলি চালিয়েছে মোদি সরকারের পুলিশ।
পুলিশের গুলিতে দ্বীন মুহাম্মদ নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

ভারতের অনলাইন মিডিয়া ‘সাহেল’ জানিয়েছে, গত কয়েকদিন আগে তাবলীগ জামায়াতের দুই মুয়াল্লি ট্রেনে করে দিল্লি থেকে সাহারানপুর যাচ্ছিল। চলন্ত ট্রেনে তাদের উগ্রপন্থী আখ্যা দিয়ে অপমান করার পর প্রচুর মারধর করে। বুরুত স্টেশনে নেমে তাদের তাবলীগ জামায়াতে অন্যান্য মুয়াল্লি ও এলাকাবাসিদের বিষয়টি জানালে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা ঐ স্টেশনটি মিছিল করে অবরোধ করলে পুলিশ তাদের উপর গুলি ছুড়ে। এ ঘটনায় দ্বীন মুহাম্মদ নামক ওই ব্যক্তি গুরুতর আহত হয়।

উল্লেখ্য, এমনিতেই তাবলীগ জামায়াত বিরোধি ঘোষণা দিয়েছে মোদি সরকার। তার উপর আবার পুলিশের গুলির এ ঘটনায় ঐ অঞ্চলে এখন ভয়ানক থমথমে অবস্থা বিরাজ করছে।



মন্তব্য চালু নেই