ভারতে ট্রেন-বাসের সংঘর্ষে একই পরিবারের ১২ জন নিহত

ভারতের হরিয়ান রাজ্যের হিসার জেলায় ট্রেন ও বাসের সংঘর্ষে একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে চার শিশু রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার হিসার জেলার সারসোদ গ্রামে একটি অননুমোদিত রেলক্রসিংয় পার হওয়ার সময় ধুরি থেকে সিরসাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় টাটা ম্যাজিক নামক মিনি বাসটির। মিনি বাসটি বেশ কিছু দূর হেঁছড়ে নিয়ে যায় ট্রেনটি। এতে নিহত হয় একই পরিবারের ১২ জন।

হিসার রেলওয়ে পুলিশর কর্মকর্তা ভীম সেন জানিয়েছেন, গাড়ির চালাকও মারা গেছেন, যিনি ওই পরিবারের সদস্য।

তিনি আরো জানিয়েছেন, পাঞ্জাবের ধুরি থেকে হরিয়ানার সিরসাগামী ট্রেনটি হিসার শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সারসোদ গ্রামে ওই মিনি বাসের সঙ্গে ধাক্কা খায়। সকালে ঘন কুয়াশায় ভালো দেখা না যাওয়ায় এই দুর্ঘটনার ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত হওয়া ওই ১২ জন হিসার জেলার বালাক গ্রামের অধিবাসী। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা বের হয়েছিল।

এ ছাড়া ওই গাড়িতে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের হিসারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই